ধনতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর স্তম্ভ অপরাধী - সমাজ অপরাধ মুক্ত হয় না

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন---এ কেমন স্বাধীন দেশের নাগরিক আমরা! যেখানে মাতৃজাতির নিরাপত্তা থাকে না, সম্মান থাকে না৷ আর.জি.কর ঘটনা প্রসঙ্গে শ্রী খাঁ বলেন যেখানে নিয়োগ পদ্ধতি থেকে হাসপাতালের ব্যবস্থাপনা সবকিছুই ত্রুটিপূর্ণ৷ হাসপাতালের একটা গুরুত্বপূর্ণ স্থানে যেখানে রাতে মহিলা ডাক্তার বিশ্রাম নেয়, সেখানে মহিলা নিরাপত্তা কর্মী রাখা উচিত ছিল৷

তাছাড়া অপরাধী হিসাবে যাকে ধরা হয়েছে তাকে নিয়োগের আগে তার সম্পর্কে বিস্তারিত কিছু অনুসন্ধানই করা হয়নি৷ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও যে ঘুঘুর বাসা তৈরী হয়েছে তা মুখ্যমন্ত্রীর অজানা থাকার কথা নয়, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীও৷ স্বাস্থ্য দপ্তরের উন্নতির দিকে যতটা নজর দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির আখড়া ভাঙতে ততটাই অবহেলা করেছেন৷

শ্রীখাঁ বলেন তবে রাজনৈতিক গণতন্ত্রে ও ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুর্নীতি, অপরাধ থাকবেই৷ যুব সমাজকে অপরাধ জগতের দিকে ঠেলে দিয়ে অবাধ শোষণের রাস্তা খোলা রাখতে চায় পুঁজিপতিরা৷ যাতে ছাত্র ও যুব সমাজ শোষণের পথে বাধা হয়ে দাঁড়ায়৷ নানা অপরাধ ও ভাবাবেগে মাতিয়ে রেখে শোষণ চালিয়ে যেতে চায় পুঁজিপতিরা৷ রাজনৈতিক দলগুলো একাজে পুঁজিপতিদের দোসর৷ পুঁজিপতিরা অশ্লীল হীনরুচির সাহিত্য চলচিত্র গানের মাধ্যমে যুব সমাজের দৃষ্টি নীচতার দিকে ঠেলে দেয়, আর রাজনৈতিক নেতারা নির্বাচনে জিততে নানা অসদ উপায় অবলম্বন করে ছাত্র যুব সমাজের মাধ্যমেই৷ এই ব্যবস্থা যতদিন চালু থাকবে আর.জি.কর কাণ্ডের অপরাধীর কঠোর সাজা দিলেও সমাজ অপরাধমুক্ত হবে না৷ শোষণ ও অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে৷ ৭৭ বছর ধরে শাসক দলগুলি ছাত্র-ছাত্রাদের পলিটিক্যাল ডল বানাবার ছাঁচ তৈরী করেছে শিক্ষা ব্যবস্থায়৷ পুঁজিবাদ নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থায়ও সীমাহীন বৈষম্য ছাত্র-যুব সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে৷

শ্রী খাঁ বলেন শুধু অপরাধীর শাস্তি দিলেই হবে না, সমাজকে বদলাতে হবে৷ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষায় অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত আধ্যাত্মিক অনুশীলনে গুরুত্ব দিতে হবে৷ অর্থনীতির খোল নলচে পাল্টে প্রাউট প্রবর্তিত বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থার প্রচলন করে প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা দিতে হবে৷ তবেই সম্ভব হবে আদর্শ সমাজ ঘটন করা৷