ধোঁয়াশার জালে দিল্লির পরিবেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত বুধবার দিল্লি সহ নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, এবং ফরিদাবাদে পুরু ধোঁয়াশার আস্তরণ দেখা যায়৷ দিল্লিতে ইতিমধ্যেই ৪০০ পার করেছে বাতাসের গুণমান সূচক৷ এর অর্থ দিল্লির বাতাস ‘অত্যন্ত হানিকারক’৷ উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে দিল্লির বাতাসের অবস্থা ছিল ‘অত্যন্ত খারাপ’৷ সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ অন্যদিকে, বাতাসের গুণমান সূচক অনুযায়ী, গুরুগ্রাম, নয়ডা এবং গাজিয়াবাজের বাতাসের অবস্থা ‘খারাপ’৷     

প্রসঙ্গত, এই মুহূর্তে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় পর্যায় রাজধানীতে বলবৎ রয়েছে৷ এর মধ্যে রয়েছে বিশেষ গাড়ির সাহায্যে বাতাসে জল ছেটানো, রাস্তায় ঝাড়ু দেওয়া এবং নির্মাণস্থলগুলিতে ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা৷ ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি ও সংলগ্ণ অঞ্চল৷ এর জেরে গত বুধবার সকালে দিল্লিতে ব্যাহত হয়েছিল বিমান পরিষেবা৷ জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার জেরে এদিন দিল্লিতে মোট ১০টি বিমানের গতিপথ বদল করা হয়৷ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত বুধবার দিল্লি বিমান বন্দরে সকাল সাড়ে ৮টা নাগাদ ‘জিরো মিটার ভিজিবিলিটি’-র পরিস্থিতি তৈরি হয়৷

এ প্রসঙ্গে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর তাদের এক্স হ্যান্ডলে একটি পোষ্ট করে৷ তারা লেখে, ‘‘বিমান বন্দরে বিমান ওঠা-নামা চলছে৷ তবে যে সমস্ত বিমানগুলিতে সিএটি ৩ ব্যবস্থা নেই, সেগুলির পরিষেবা ব্যাহত হয়েছে৷’’