ধর্মস্য গ্লাণির্ভবতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

‘‘গ্লাণি শব্দের অর্থ--- কোন জিনিসের যা স্বীকৃত মান তার চেয়ে নীচু হলে তাকে বলে---গ্লাণি৷’’

মানবধর্মের স্বীকৃত মান অনুযায়ী--- নারী-পুরুষ, জাত-পাত-সম্প্রদায় ধনী-দরিদ্র সর্বপ্রকার বৈষম্যের ঊধের্ব ধর্মের স্থান, ধর্মের দোহাই দিয়ে যেখানে নারী-পুরুষের বৈষম্য, উঁচু জাত -নীচু জাতের বৈষম্য,ধনী-দরিদ্রের বৈষম্য --- সেখানে ধর্মের গ্লাণি বর্বর রূপ ধারণ করেছে৷