এ বছর ভারতের মাটিতে হবে মহিলাদের বিশ্বকাপ, প্রতিযোগিতা শুরু হতে পারে আগামী সেপ্ঢেম্বরে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এ বছর ভারতের মাটিতে শুধু এশিয়া কাপই নয়, হবে মহিলাদের বিশ্বকাপ৷ সেই প্রতিযোগিতার সম্ভাব্য সময় জানা গেল ভারতীয় বোর্ডের তরফে৷ আগামী সেপ্ঢেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা৷ সব ঠিকঠাক থাকলে বিশাখাপত্তনমে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ হবে৷ প্রতিযোগিতার আয়োজক আইসিসি কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবে সূচি৷ জানা গিয়েছে, বিশাখাপত্তনমের পাশাপাশি পঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরলের তিরুনন্তপুরম এবং অসমের গুয়াহাটিতে৷ শনিবার কলকাতায় বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল৷ সেখানেই পাঁচটি মাঠে খেলা হওয়ার বিষয়টি ঠিক হয়েছে৷ মাথায় রাখা হয়েছে আবহাওয়া এবং যাতায়াতের কথা৷

পাকিস্তান যদি প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তারা নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কোনও মাঠে৷ ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় হবে৷ বাকি সব ক’টি দেশই খেলবে ভারতে৷ ৯-১৯ এপ্রিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ হবে পাকিস্তানে৷ ছ’টি দেশের মধ্যে সবার উপরে থাকা দু’টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে৷ ছ’টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছে৷ এ দিকে, দলীপ ট্রফি আবার ফিরছে পুরনো ফরম্যাটে৷ আঞ্চলিক ফরম্যাটে খেলা হবে পরের মরসুমে৷ গত বার চারটি দল গড়ে খেলা হয়েছিল৷ দলীপ ট্রফি দিয়েই শুরু হবে পরের মরসুম৷