এভাবে দল-বদল কি নীতি সম্মত?

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই জুন নোয়া পাড়ার  তৃণমূল বিধায়ক সুনীল সিং ও১৮ই জুন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ খবর পাওয়া যাচ্ছে  মুকুল রায়ের  হাত  ধরে  উত্তরবঙ্গের  ৪ জন বিধায়ক  বিজেপিতে যোগ দিতে চলেছেন৷

বিজেপির রাজ্য সভাপতি-দিলীপ ঘোষ  বলেন, লোকসভা নির্বাচনের  আগে  পশ্চিমবঙ্গের  বিজেপির ৩জন  বিধায়ক ছিলেন৷ এখন সেই সংখ্যা লাফিয়ে হয়েছে  বারো৷ এক দলের হয়ে, ওই  দলের  আদর্শকে সামনে রেখে যাঁরা  নির্বাচনে জয়লাভ করেছেন, উচিত তো--- ওই দল যখন  বদল করছেন, অর্থাৎ পুরোনো দলের মতাদর্শ যখন  মানছেন না, তখন নূতন মতাদর্শ সামনে রেখে  নির্বাচন প্রার্থী হওয়া তা  না হয়ে  সোজাসুজি  দল-বদল করে নূতন দলের  বিধায়ক হিসেবে বিধানসভায় বসা নীতিগতভাবে অন্ততঃ একেবারে ঠিক নয়৷