এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া অনিশ্চিত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য আপাতত এই সপ্তাহের মধ্যেই জানা যেতে পারে৷ অস্ট্রেলীয় প্রচার মাধ্যমের  খবর অনুযায়ী, এই বছর আর হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ তা পিছিয়ে  যাচ্ছে৷

অষ্ট্রেলীয় ক্রিকেটাররাও মোটামুটি জেনে গিয়েছেন, তাঁর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে না৷ যে কারণে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা এখন নিজেদের ইংল্যাণ্ড সফরের জন্য তৈরী করছেন৷ যেখানে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়াকে৷

এরমধ্যেই মাঠে গিয়ে অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা৷ দিন কয়েক আগে নেট প্র্যাক্টিসে ব্যাট হাতে নিজে ছবি দিয়ে স্মিথ জানিয়েছিলেন---‘‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ব্যাট করা ভুলে যাইনি৷’’  সংবাদ সূত্রে  জানা গেছে,  অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে তাদের দেশের ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে আগামী সেপ্ঢেম্বর মাসে ইংল্যাণ্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটের জন্য নিজেদের তৈরি করতে৷ অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে সোমবার লেখা হয়েছে, ‘‘এই সপ্তাহেই সরকারিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হবে৷ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও বলা হয়েছে, ইংল্যাণ্ডের  বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য নিজেদের তৈরি করতে ৷

এছাড়া অস্ট্রেলীয় প্রচার মাধ্যমে এও লেখা হয়েছে, ‘‘ অস্ট্রেলীয় বোর্ড যদি শেষ পর্যন্ত ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়তে  রাজি হয়ে যায়, তা হলে ইংল্যাণ্ডের সফর শেষে তারা সরাসরি নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলে গিয়ে যোগ দিতে পারে৷

কোভিড-১৯ অতিমারির জেরে যে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে, তা অনেক আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল৷ যদিও আইসিসি এখনও সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করতে টালবাহানা করছে৷ শেষ মিটিংয়েও এই নিয়ে কোনও  সিদ্ধান্ত হয়নি৷ তবে এখন যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে৷