প্রতি বছরের ন্যায় ১লা ডিসেম্বর এইডস্ ব্যাধিকে সামনে রেখে ও ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে স্মরণ করে গত ২রা ডিসেম্বর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের তরফ থেকে জনসচেতনতা র্যালি উত্তর কলকাতার শ্যামবাজার থেকে শুরু করে বিডন ষ্ট্রীট, যতীন্দ্রমোহন এভিনিউ গিরীশ এভিনিউ বাগবাজার হয়ে শ্যামবাজারে এসে পৌঁছায়৷
এই র্যালিতে বিভিন্ন সমাজসেবামূলক , ক্লাব প্রতিষ্ঠান ও গুণীজনের যোগদান লক্ষণীয়ভাবে উপলব্ধি করা যায়৷ পায়রা উড়িয়ে সংঘটনের পতাকা উত্তোলন করেন ডাঃ ভাস্করমণি চ্যাটার্জী ও সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয়৷
শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সংঘটনের কার্যকরী কমিটির সদস্য জয়ন্ত সাহা৷ সুদৃশ্য এই র্যালিতে থ্যালাসেমিয়া -এইডস্ রোগাক্রান্তরা ও শারীরিক প্রতিবন্ধী-ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷ এইডস্ ও থ্যালসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল কর্মযজ্ঞে সংঘটনের আয়োজনকে স্বাগত জানান মাননীয় সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমাতা মাননীয়া শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায় ও প্রণতি ভট্টাচার্যসহ বিশিষ্ট ব্যষ্টিবর্গ৷ এই কর্মশ্যাল মঞ্চে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী শিবানন্দ মহারাজও৷
ওই দিন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে প্রায় দু’শো রক্তদাতা রক্তদান করেন৷ এইডস্, থ্যালাসেমিয়া আক্রান্তদের অভিভাবক ও অভিভাবিকাদের জন্যে সংঘটনের পক্ষ থেকে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদানের কর্মসূচীও সাফল্যের সঙ্গে পালিত হয়৷ কর্মশালার মঞ্চ থেকে স্বাগত ভাষণে সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয় বলেন, ‘‘এই র্যালি ধর্ম, বর্ণ ও জাতপাতের ঊধের্ব৷