এক দেশ এক ভোট অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও কেন্দ্রের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জে.পি.শাহ এক দেশ এক ভোট বিলের ওপর ১২ পাতার একটি নোট জমা দিয়েছেন সংসদীয় যৌথ কমিটির কাছে৷ সেখানে তিনি উল্লেখ করেছেন এই বিল অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থি৷ জে.পি. সাহ দাবী করেছেন এই বিল অসাংবিধানিক কারণ ভারতের নির্বাচন ব্যবস্থাকে এক কেন্দ্রিক ও এক দলীয় হতে বাধ্য করবে৷ নির্বাচন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়বে৷ রাজ্যগুলির নিজস্ব ক্ষমতাও সংকুচিত হতে পারে৷ তাছাড়া এই বিল ভারতের বহু দলীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বিপজ্জনক হবে৷ তিনি এই বিলে একাধিক ভুলেরও উল্লেখ করেছেন৷ নির্বাচন কমিশনের হাতে বিধানসভার নির্বাচন স্থগিত রাখার ক্ষমতা দেওয়া হয়েছে৷

অপর এক প্রবীন আইনজীবী হরিশ সালভে সংসদীয় কমিটির কাছে জানিয়েছেন এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিরোধী ও অসাংবিধানিক---এই ধারণা ভুল৷ বিরোধীদের দাবী এই বিল বিরোধিতাকে কোনরকম পাত্তা না দিয়ে সরকার এক দেশ এক ভোট নীতি চালু করতে অনড়৷ এর ভবিষ্যৎ পরিণতি ভালো নাও হতে পারে৷ আপাতত বিলটি রয়েছে সংসদীয় যৌথ কমিটির হাতে৷