এই মুহূর্ত্তে করোনার ত্রাসে কাঁপছে সারা পৃথিবী৷ বিশ্বের ১৬০টিরও বেশী দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা৷ কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে৷ পরিস্থিতি এখনও চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রণের বাইরে৷ এ পর্যন্ত আট হাজারেরও বেশী মানুষ প্রাণ হারিয়েছে৷
গত ৪০০ বছরে এই ধরণের মারণ ভাইরাসের প্রাদুর্ভাব চতুর্থ বার৷ প্রায় প্রতি একশ’ বছর অন্তর একটি করে রোগ মহামারীর আকার ধারণ করে৷ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতে প্রাদুর্ভাব হয়েছিল মারণ ব্যাধী প্লেগের৷ বিশ্বের প্রায় ২০ কোটি মানুষের প্রাণ নিয়েছিল এই মারণ ব্যাধী৷ ঠিক এরই ১০০ বছর পরে প্রাদুর্ভাব হয়েছিল জলবাহিত ব্যাকটেরিয়া ‘কলেরা’৷ কয়েক লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল এই মারণ ব্যাধী৷ ১৯২০ সালে মহামারীর আকার ধারণ করেছিল স্প্যানিশ ফ্লু---যা ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত৷ ৫ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই মারণ ব্যাধী৷ ঠিক ১০০ বছর পরে প্রাদুর্ভাব হয়েছে মারণ ভাইরাস কোভিড -১৯ যা করোনা নামে বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে৷
চীনের উহান প্রদেশ থেকে শুরু করে এই মারণ রোগ বিশ্বের বৃহত্তম অংশকে গ্রাস করে নিয়েছে৷
তথাকথিত উন্নত দেশগুলিও রেহাই পায়নি৷ বরং অবস্থা সামলাতে হিমসিম খাচ্ছে৷ ইতালির মত দেশেও বেসামাল অবস্থা৷ প্রায় ৩,০০০-এর মত মানুষ প্রাণ হারিয়েছে৷ আমেরিকাতেও মৃতের সংখ্যা ১০০ পার করেছে৷
ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই সব থেকে বেশী মানূষ প্রাণ হারিয়েছে৷ এর পরেই আছে কেরল৷ করোনা সংক্রমনের ৪৭ দিন পর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত একজন করোনা রোগীর দেখা মিলেছে৷ ১৮ বছরের এই তরুণ লণ্ডন থেকে এই রোগের শিকার হয়ে এসেছে৷ চিকিৎসা বিজ্ঞান প্রতিষেধক খুঁজছে৷ এখনও দিন দিন আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে৷