একই সঙ্গে দু’টি ভারতীয় দল তৈরি করবে বোর্ড

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

একই সময়  দুটি আলাদা দেশে যাবে ভারতীয় ক্রিকেট দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড৷  ইংল্যাণ্ড সফরে যাবে বিরাট কোহলী, রোহিত শর্মাদের নিয়ে যাবে রাহুল দ্রাবিড়৷ সেই একই সময় ভারতের তরুণ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে  আয়ারল্যাণ্ডে আর তাদের নিয়ে যাবে ভিভিএস লক্ষ্মণ৷

গত বছর ইংল্যাণ্ড বনাম ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনার প্রকোপে খেলা হয়নি৷ সেই ম্যাচটি খেলতেই ইংল্যাণ্ডে যাবে ভারত৷  গত বছর  ইংল্যাণ্ড সফরে কোচ ছিলেন রবি শাস্ত্রী৷ একই সময় শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলতে গিয়েছিল ভারত৷ শিখর ধওনের নেতৃত্বে যে দল খেলেছিল, সেই দলের  কোচ ছিলেন দ্রাবিড়৷ সেই সময় দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির  প্রধান৷ পরবর্তী সময়ে দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান৷ পরবর্তী সময়ে শাস্ত্রীর পর কোচ হন দ্রাবিড়৷

ভারতীয় টেস্ট দলের ইংল্যাণ্ড যাওয়ার কথা ছিল গত বুধবার৷ সেই সফরের কথা মাথায় রেখে বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলার জন্য৷  যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিড চলছে তার শেষ ম্যাচ হবে আগামী ১৯শে জুন৷ আয়ারল্যাণ্ডের বিরুদ্ধে  ভারত খেলবে ২৬ ও ২৮ জুন৷ সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের৷ অন্যদিকে লেস্টার শেয়ারের বিরুদ্ধে আগামী ২৪শে জুন থেকে চারদিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত৷ সেই দলের  সঙ্গে থাকবেন কোচ দ্রাবিড়৷

 ইংল্যাণ্ডে একটি টেস্ট খেলার পর টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত৷ সাদা বলের সেই সিরিজ শুরু হবে আগামী ৭ই জুলাই থেকে৷  বিসিসিআইয়ের এক বার্র্ত পিটিআইকে বলেন ‘‘সিনিয়র সাপোর্ট স্টাফরা ইংল্যাণ্ডে রওনা দিলে কোটাক, বালি ও বাহুতুলে দায়িত্ব নেবেন৷ রাজকোট  ও বেঙ্গালুরুর  শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের হাতেই দায়িত্ব থাকবে৷ সিনিয়র সাপোর্ট স্টাফরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে বাহুতুলেরা দায়িত্ব নিতে পারেন তাই দলের সঙ্গে এখন থেকেই রয়েছে তাঁরা৷’’