কোচবিহার শহরে রাজমাতা দীঘির পাড়ে ও পরে খাগড়াবাড়ির মোড়ে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের তরফ থেকে পথসভার আয়োজন করা হয়৷ এই পথসভা দুটিতে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, দলেন্দ্রনাথ রায়, জীবন সাহা, সৌগত ব্রহ্মচারী ও হরিদাস মোদক৷
ওই পথসভায় আচার্য কৃষ্ণস্বরূপানন্দজী বলেন,বর্তমান সমাজে কি সামাজিক,কি অর্থনৈতিক, কি সাংসৃকতিক সমস্ত ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা, দুর্নীতি ও শোষণ চলছে৷ সর্বক্ষেত্রে সমস্যা কেবল বেড়েই চলেছে৷
তিনি বলেন, পুঁজিবাদী বা মার্কসবাদের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয়৷ তাই সমাধান হচ্ছে না কোথাও৷ এই সমস্ত সমস্যার একমাত্র সমাধান মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের যুগান্তকারী ‘প্রাউট’ দর্শনের মাধ্যমেই সম্ভব৷ শ্রী দলেন্দ্রনাথ রায় বলেন, সমাজে দারিদ্র্য ও বেকার সমস্যা বেড়েই চলেছে৷ ধনী ক্রমশই ধনী হচ্ছে , গরীব আরোও গরীব হচ্ছে৷ তরুণসমাজ ও যুবসমাজের মধ্যে বেকার সমস্যা বেড়ে চলেছে৷ এই পরিস্থিতিতে প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্রের বাস্তবায়নের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব হবে৷ জীবন সাহা বলেন, কৃষি, শিল্প ও বাণিজ্য যতদূর সম্ভব সমবায়ের মাধ্যমে পরিচালিত করতে হবে৷ সমবায়ের মধ্যেই রয়েছে অর্থনৈতিক শোষণমুক্তি চাবিকাঠি৷
হরিদাস মোদকও কৃষি উত্পাদন ও বণ্টন ব্যবস্থা উত্পাদক সমবায় ও উপভোক্তা সমবায়ের মাধ্যমে করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷
আচার্য সৌগত ব্রহ্মচারী বলেন, আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা নৈতিকতার অবক্ষয়৷ মানুষের মধ্যে ব্যাপক নৈতিক আধ্যাত্মিক শিক্ষা ছাড়া সমাজের আজকের সার্বিক অবক্ষয় রোধ করা যাবে না৷
বিশেষ করে স্বদেশ সরকারের উদ্যোগেই এই পথসভাগুলি অনুষ্ঠিত হয়৷