পুলকার দুর্ঘটনায় আহত দুই শিশুর চিকিৎসা চলছে৷ চিকিৎসকদের মতে এখনও আশঙ্কামুক্ত নয় দুই শিশু৷ তবু পুলকার চালকদের বে-পরোয়া মনোভাবের কোন পরিবর্তন হয়নি৷ গত সোমবার মদ্যপ অবস্থায় ধরা পড়ে এক পুলকাল চালক৷ ওই দিন বিকালে এ.জে.সি. বোস রোড ও এস.এন.ব্যানার্জী রোডের সংযোগস্থলে ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে আটক করা হয় এক পুলকার চালককে৷ ধরা পরার সময় ওই চালক মদ্যপ অবস্থায় ছিল৷ পুলিশ ওই চালককে গ্রেপ্তার করে৷
একই দিনে সকাল ১১টা নাগাদ একটি পুলকার বেপরোয়াভাবে চালাতে গিয়ে একটি সুকটারকে ধাক্কা মারে৷ পুলকারে তখন বেশ কয়েকজন শিশু ছাত্রছাত্রা ছিল৷ তাদের কোন আঘাত না লাগলেও ছাত্রছাত্রারা আতঙ্কিত হয়ে পড়ে৷ পুলিশ ছাত্রছাত্রাদের স্কুলে পৌঁছানোর পর ওই চালককে গ্রেপ্তার করে৷
হুগলীর রিষড়ায় এক পুলকার চালককে অভিভাবকরা আটক করে রাখে, তাদের অভিযোগ ওই পুলকার চালক যে পুলকারটি চালাচ্ছিল তার নাম্বার প্লেট ছিল মোটর-সাইকেলের৷ এত বড় দুর্ঘটনার পরও পুলকার চালকরা বে-পরোয়াভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছে৷ অভিভাবকদের অভিযোগ পুলিশ ও পুলকার মালিকদের রফার জন্যেই এটা হচ্ছে৷