এমিলিয়ানো নিখোঁজে শোকে মুহ্যমান গোটা বিশ্ব

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

হয়তো এমিলিয়ানো আর সশরীরে ফিরে আসবেন না৷ কঠোর এই বাস্তবকে মেনে নিয়ে শোকে পাথর আর্জেণ্টিনার প্রতিটি ফুটবল ক্লাব থেকে শুরু করে সাধারণ মানুষ৷ ফুটবল দুনিয়া যখন তাঁর খোঁজ-খবর রাখছে ভাল স্ট্রাইকার হবার জন্যে, যখন অনেক ফুটবল পাগল মানুষ তাঁর খেলায় অভিভূত, তিনি নিজেও জানেন তিনি একজন প্রতিষ্ঠিত ফুটবলার তখনই ছন্দপতন ঘটে গেল৷

গত ২১শে জানুয়ারি,সোমবার থেকে  তাঁর বিমান নিখোঁজ হয়ে যায়, খবর সূত্রে জানা গেছে, যে তাঁর বিমানটি খুব সম্ভবত ইংলিশ চ্যানেলের উপর থেকে নিখোঁজ হয়ে যায়৷ সেন্ট পিটার পোর্টের পুলিশ জানিয়েছেন,  ফ্রান্সের  উত্তর উপকূল থেকে  যে সমস্ত  নমুনা প্রাথমিকভাবে পাওয়া গেছে সেখানে তল্লাশি চালালে হয়তো সালার দেহ মিলতে পারে৷ তবে সেখানকার জল প্রচণ্ড ঠাণ্ডা ও প্রবল বেগে হাওয়া বইতে সেই তটে, আর সমুদ্র এতটাই উত্তাল  হয়ে রয়েছে যে, সেখানে উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে  নামার ঝঁুকি নিতে পারে নি৷

আর্জেন্টিনার সংবাদমাধ্যম থেকে জানা গেছে বিমানে থাকাকালীন সালা তাঁর পরিবারকে যে বার্র্ত দিয়েছিলেন, তাতে লেখা ছিল ‘‘ আমার বিমান নিয়ন্ত্রণ হারিয়েছে৷  আগামী দেড় ঘন্টায় আমার কোন খবর না পাওয়া গেলে উদ্ধারকারী দলকে খবর দিও৷ ওরা আমাকে খঁুজে পেতেও পারে৷ আমার খুব  ভয় করছে৷’’ সেই বার্র্তর উপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছে, হয়তো তিনি আর জীবিত নেই৷