সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৪ই জানুয়ারী দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা নাগরিক সংশোধনী আইন ও এন.আর.সি-র প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন৷ হাজরা পার্ক, কালিঘাট সহ বেশ কয়েকটি জায়গায় সভাও করেন৷ সভায় বক্তারা বলেন বাঙালীর রক্তে দেশ স্বাধীন হয়েছে৷ সেই বাঙালীর একজনকেও বিদেশী চিহ্ণিত করলে ফল খারাপ হবে৷ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্যে দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার৷ সভায় বক্তব্য রাখেন আমরা বাঙালী-র কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, বাঙালী মহিলা সমাজের নেত্রী অনন্যা সেনগুপ্ত, ছাত্র যুব সমাজের আহ্বায়ক তপোময় বিশ্বাস, কলকাতার জেলা সচিব গোপাল রায় চউধুরী, অরূপ মজুমদার, বাপী পাল প্রমুখ৷