এন আর সি-র প্রতিবাদে নমঃশূদ্র বিকাশ পারিষদের লং মার্চ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৩০ শে সেপ্টেম্বর এন.আর.সি’র বিরুদ্ধে বাঙ্লা থেকে অসমের উদ্দেশ্যে লংমার্চের ডাক দেয় অল.ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পারিষদ৷ এদিন জাতীয় নাগরিকপঞ্জী থেকে ৪০ লক্ষ বাঙালীর নাম বাদ পড়ার প্রতিবাদে কুমারগ্রাম (আলিপুরদুয়ার) ব্লকের কামাখ্যাগুড়ি থেকে অসমের শ্রীরামপুর পর্যন্ত প্রায় ২০ কি.মি. লংমার্চের সূচনা করেন এঁরা৷ প্রথমে কামাখ্যাগুড়িতে প্রতিবাদ সভা করে তাঁরা ১০ কিঃমিঃ পথ লংমার্চ চালিয়ে যান৷

ওদিকে লং মার্চের খবর পেয়ে অসম-পঃবঙ্গ সীমান্তে জল-কামান নিয়ে অসম পুলিশ এই লংমার্চকারীদের মোকাবিলা করার জন্যে প্রস্তুত৷ শেষ পর্যন্ত সংঘর্ষ এড়াতে ১০ কিলোমিটার চলার পর লংমার্চ স্থগিত রাখে৷

লংমার্চকে কেন্দ্র করে কামাখ্যাগুড়ি হাইসুকল ময়দানে তাঁরা এক প্রতিবাদসভা করেন৷ এই প্রতিবাদ সভায় নমঃশূদ্র বিকাশ পরিষদের লংমার্চকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন অলিপুর দুয়ার ও জলপাইগুড়ির সাংসদ দশরথ তিরকি, বিজয়চন্দ্র বর্মন, আলিপুর দুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী প্রমুখ ৷ মোবাইল মারফৎ বার্র্ত প্রেরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় তাঁদের প্রতিপূর্ণ সমর্থন জানান৷

 

গোপগড়ে বাঙালী মহিলা সমাজের সেবামূলক কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা ঃ পশ্চিম মেদিনীপুরের বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে গত ১৪ই সেপ্টেম্বর মেদিনীপুর  শহরের নিকটবর্তী গোপগড়ের গাবনালা অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুদের মধ্যে  বই, শ্লেট, পেন্সিল ও ব্যাগ প্রভৃতি বিতরণ করা হয়৷ রাঙামাটির প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা স্বপ্ণা জানার আর্থিক সহযোগিতায় এই সেবামূলক কর্মসূচী সুসম্পন্ন হয়৷ অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী সোমা পাত্রের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ তাঁর পরিচালনায় ছোট ছোট শিশুরা নাচ, গান ও ছড়া পরিবেশন করে যা অতিথিদের মুগ্দ করে দেয়৷ বাঙালী মহিলা সমাজের সম্পাদিকা কল্পনা গিরি ছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা স্বপ্ণা জানা ও গাবনালা ইয়ংষ্টার ক্লাবের সুনীল মাঝি৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলা পাত্র, সহদেব মাঝি, হজামল বারিক, প্রিয়া মাঝি, উজ্জ্বল ভূঁ্যঞা ও শিশুদের মায়েরা৷