এন.আর.সি. ও ক্যাব-এর বিরুদ্ধে উল্টাডাঙ্গায় আমরা বাঙালীর পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা : এন.আর.সি. ও ক্যাগ-এর বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে উল্টাডাঙ্গার মোড়ে গত ১৭ই ডিসেম্বর বিকাল পাঁচটায় একটি পথসভার আয়োজন করা হয়৷ পথসভার শুরুতে মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত ‘বাঙলা আমার দেশ, বাঙলাকে ভালবাসি....’ গানটি পরিবেশন করেন ‘স্পান্দনিক’-এর শিল্পী অনির্বান মুখোপাধ্যায় ও চন্দ্রা সিন্হা৷

পথসভায় বক্তব্য রাখেন আমরা বাঙালী সংঘটনের কেন্দ্রীয় সচিব মাননীয় বকুল চন্দ্র রায়৷ তিনি বাঙালী বিদ্বেষী এন.আর.সি ও ক্যাব-এর কালাকানুন আইনের তীব্র প্রতিবাদ করেন৷ কেন্দ্রীয় সরকার ক্যাবের আইন করে বাঙালী হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা করছে, যা অতীতে ব্রিটিশ সরকার করেছিল৷ অর্থাৎ ‘ডিভাইড এ্যাণ্ড রুল’ পলিসি৷ তাই তিনি কেন্দ্রীয় সরকারের এই কালাকানুন অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান৷  সংঘটনের যুগ্ম সচিব মাননীয় হিতাংশু ব্যানার্জী, শুভজিৎ পাল প্রমুখ এন আর সি-র নাম করে অসমে যেভাবে বাঙালীদের ওপর নির্যাতন চলছে তাার তীব্র নিন্দা করেন, এইসাথে অসমে মানবতা বিরোধী ডিটেনশন ক্যাম্প বন্ধেরও জোড়ালো দাবী জানান৷