এন.আর.সি.-র বিরুদ্ধে আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই জানুয়ারী হাওড়ার আন্দুলে আমরা বাঙালী এন আর সি-র বিরুদ্ধে বিক্ষোভ সভা করে৷ এই সভায় বিভিন্ন বক্তা এনআরসি, এনপিআর যাতে বাঙলায় না করা যায় তার জন্যে সবরকম প্রতিবাদ আন্দোলনে সামিল হতে বাঙালী জনগোষ্ঠীকে আহ্বান জানায়৷ সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমরা বাঙালী কেন্দ্রীয়কমিটির সদস্য জয়ন্ত দাশ, গোপাল রায়চউধুরী, অরূপ মজুমদার, মুরারী কাঁড়ার প্রমুখ৷

শ্রী জয়ন্ত দাশ বলেন---তথাকথিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আন্দোলনের নামে নিজেরা খেয়োখেয়ি করছে৷ কিন্তু আজ কেন্দ্রীয় সরকারের বাঙালী বিদ্বেষী ষড়যন্ত্র রুখতে হলে বাঙালীকে ঐক্যবদ্ধ হতেই হবে৷ সেই আবেদন নিয়েই আমরা বাঙালী বাঙালী জনগোষ্ঠীর কাছে এসেছে৷ আজকের বাঙালী শরণার্থীদের এই দূরাবস্থার জন্য দায়ী কংগ্রেস-কমিউনিষ্টরাও৷ ৫৫ বছরেরও বেশী সময় দিল্লীতে কংগ্রেস ক্ষমতায় ছিল৷ পশ্চিমবঙ্গে ৬৫ বছর কংগ্রেস কমিউনিষ্টরাই রাজত্ব করেছে৷ উদ্বাস্তু সমস্যার সমাধান এতদিনে কেন হয়নি৷ যদি পঞ্জাবী উদ্বাস্তু সমস্যার সমাধান হতে পারে, বাঙালীর ক্ষেত্রে তা কেন হ’ল না৷ এর জবাব কংগ্রেস, কমিউনিষ্টদের দিতে হবে৷ স্বাধীনতা সংগ্রামে দেশ ও সুভাষচন্দ্রের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা কংগ্রেস-কমিউনিষ্ট করেছে আর এস এসের সঙ্গে হাত মিলিয়ে তারপর বাঙালীর আর এদের ওপর বিশ্বাস রাখা উচিত নয়৷ তিনি বলেন আজ দিল্লীর হিন্দী সাম্রাজ্যবাদী শাসকের বাঙালী বিদ্বেষী ষড়যন্ত্র প্রতিহত করতে বাঙালীকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে৷