অসম থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসে হানা দিয়ে প্রায় ৭ কেজি ৩২০ গ্রাম ওজনের তিনটে হাতির দাঁত উদ্ধার করেছেন কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা৷ গ্রেফতার হয়েছে দুজন পাচারকারী৷ গত রবিবার ধৃত পাচারকারীদের শিলিগুড়ি আদালতে তোলা হয়৷ তাঁদের আগাম জামিন আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
জানা গিয়েছে, অসম থেকে শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে হাতির দাঁত পাচারের ছক কসছিলেন পাচারকারীরা৷ গোপনসূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে হানা দেন কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা৷ দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসে অভিযান চালাতেই ধরা পড়েন দুই পাচারকারী৷ তাঁদের কাছ থেকে মোট তিনটি হাতির দাঁত পাওয়া যায়৷ তার ওজন প্রায় ৭ কেজিরও বেশী আর বাজারমূল্য প্রায় ১১কোটি টাকা৷
দুই অভিযুক্তকে জেরা করে জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে নেপাল সীমান্ত হয়ে বিদেশে ওই হাতির দাঁত পাচারের ছক কষেছিলেন তাঁরা৷ অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকেই কি হাতির দাঁত পান চোরাশিকারিরা? সেই প্রশ্ণের জবাব খুঁজছেন তদন্তকারী৷ ধৃত দুইজন অসমের নওগাঁওয়ের বাসিন্দা৷