কলকাতা, ২৬ মার্চ ঃ কলকাতার মেয়োরোডে গত ২৮শে ফেব্রুয়ারী থেকে ৪৫০ জন এসএসসি চাকুরীপ্রার্থী এ পর্যন্ত অনশন করে চলেছেন৷ অনশনকারীদের দাবী সম্পূর্ণ ন্যায্য হওয়া সত্ত্বেও প্রশাসন তাদের প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করছেন না৷ তাদের দাবী, প্রায় ৫/৬ হাজার এসএসসি চাকুরীপ্রার্থী প্যানেলভুক্ত হয়ে আছেন৷ তাঁদের পরীক্ষা দেওয়ার জন্যে মামলা করতে হয়েছিল, পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশিত না হওয়ায়ও মামলা করতে হয়েছিল,আবার ফল প্রকাশের পর প্যানেল হয়েও চাকরীর নিয়োগপত্র পেতে মামলা করতে হয়েছে বার বার৷ যদিও শিক্ষামন্ত্রী তাদের দাবী পুরোপুরি মানতে রাজী নন, তাঁরা আদৌ কৃতকার্য কিনা এ বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন৷
চাকরী প্রার্থীদের দাবী, প্যানেলে নাম কোনো দিনই ছিল না এমন অনেকে চাকরী পেয়েছেন টাকা কিংবা প্রভাবের জোরে৷ প্যানেলে নাম অনেক পরে ছিল এমন অনেকের নাম মেরিট লিষ্ট ডিঙ্গিয়ে প্রথমদিকে চলে গেছে৷
সংযোজন---শেষে গত ২৭শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস.এস.সি চাকরী প্রার্থীদের অনশনমঞ্চে যান৷ সেখানে তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দাবী সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন৷ তবে এখন নির্বাচনী আচরণ বিধি চলছে বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না৷ তিনি বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে৷