গত দশমাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ভারত৷ এ বার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা৷ ভারতের এই সুনিপুন মোট পাঁচটি কারণ জানা গেছে সংবাদ মাধ্যমের দ্বারা৷
প্রথমতঃ গুরুত্বপূর্ণ টসে জেতা৷ পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন৷ দ্বিতীয়তঃ ১৫তম ওভারে হার্দিক পাণ্ড্যের দু’উইকেট তুলে নেওয়া৷ জমে যাওয়া ও বিপজ্জনক দেখানো মহম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে৷ খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে৷
তৃতীয়ত ঃ দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের৷ নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে৷ পরে পাকিস্তানের অর্ডারকে ভাঙেন৷ তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট৷ মোট চার উইকেট নেন ভুবি৷ চতুর্থতঃ ভুবনেশ্বর, হার্দিক ও রবীন্দ্র জাডেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা৷ তিনজনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান৷ পঞ্চমতঃ পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজার ৫২ রানের জুটি৷