এশিয়ান গেমসে সোনা জিতেও অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত  দুই বাঙালি

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

 প্রণব বর্ধন ও শিবনাথ দে এই জুটি এশিয়ান গেমসে সোনা ছাড়াও ২০১৬ সালে সিওলে এশিয়া প্যাসিফিক ব্রিজে সোনা জিতেছিলেন ২০১৭ সালে গোয়ায় এশিয়া কাপে ব্রোঞ্জ পেয়েছিলেন তারা এগুলি জেতা সত্ত্বেও বিচারকদের বিচারে পয়েন্ট সিস্টেমে তাদের পয়েন্ট কম থাকায় এবছর তারা অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন তাই এই পরিপ্রেক্ষিতে দক্ষিণ কলকাতার সন্তোষপুর নিবাসী  প্রণব বর্ধন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন---খেলাটা  আমাদের ধর্ম, আমি আমার কাজ করেছি এশিয়ান গেমসে ভারতেরপ্রতিনিধিত্ব করেছি, স্বর্ণপদক জিতেছি, আমার দেশের পতাকা সবার উপরে তুলেছি, দেশকে ও নিজেকে গর্বিত করেছি, এটা আমার কর্তব্য , সেটা আমি মনে করি,  এবার আমাকে কতটা সম্মান দেওয়া হবে সেটা আমার দেখার কর্তব্য নয় সেটা আমি দেখবই বা কেন আমাদের কাছ থেকে যা যা রেজাল্ট তা জানতে চাওয়ার পর পাঠিয়েছি এবার তারা বিচারে  বলে পাঠালেন এ বছর আপনি অর্জুন পাচ্ছেন না অর্জুন পুরস্কার প্রতি বছরই দেওয়া হয় ফলে, ওঁনারা অবশ্যই জানেন এটা কাদের প্রাপ্য
শালকিয়ার বাসিন্দা শিবনাথ দে সরকার জানিয়েছেন--- অর্জুনের জন্য পয়েন্টের মাপকাঠিতে আমাদের স্থান উপরের দিকেই থাকা উচিত এশিয়া কাপে ব্রোঞ্জ দিতেছি, এশিয়া প্যাসিফিকে সোনা জিতেছি এশিয়ান গেমসেও সোনা পেয়েছি এগুলোর জন্য কত কত পয়েন্ট, তা সব আমাদের পাঠানো হয়েছে চিঠিতে সেগুলো দেখে খারাপ লাগছে আমরা সত্যিই খুব হতাশাগ্রস্ত ও মানসিক কষ্টে রয়েছি এখানে একটা দিক মাথায় রাখতে হবে ভারতের হয়ে শেষ সোনা জিতেছিলাম আমরাই এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু মজার ব্যাপার হল এবারে যারা অর্জুন পুরস্কারে ভূষিত হলেন তারা কেউই এশিয়ান গেমসে সোনা পায়নি কেউ আবার আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্যতাও পায়নি তাই প্রণববাবু ও শিবনাথ দুজনেই খুবই দুঃখের সাথে জানিয়েছেন যাঁরা যোগ্যতার পয়েন্টে কম তারাও অর্জুন পুরস্কার পেয়ে গেল, আর আমরা আজও পেলাম না, এটা সঠিক বিচার