এ্যামার্ট-(এল), ভি এস এস ও জি ভুি এস কর্তৃক কৃষ্ণনগরে জলসত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর নদীয়াঃ,২৪ আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিম ---(এল), গার্লস সোসাল সার্ভিস, ভলান্টিয়ার্স সোসাল সার্ভিস-এর যৌথ উদ্যোগে ২৪শে এপ্রিল ২০২৪ বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগর প্রধান ডাকঘরের সামনে জন বহুল পথের উপর প্রচন্ড তাপদাহের মধ্যে জল সত্র সেবা অনুষ্ঠানে (১৫০০) দেড় সহস্রাধিক পথিককে পাতিনেবু, গ্লূকোন ডি ও বাতাসা,নুন মিশ্রিত পরিশ্রুত ঠান্ডা জলের সরবত পরিবশন করা হয়েছে৷ জল সত্র অনুষ্ঠানে এ্যামার্ট ---এল এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা---ব্রহ্মচারী শুদ্ধা আচার্যা, জি এস এস এর পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলা সচিব শ্রীমতী তনুকা সরকার, ভিএসএস এর পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলা সচিব---শ্রীবিবেকজ্যোতি সরকার৷ সহযোগীতায় ছিলেন বিশিষ্ঠ আনন্দমার্গী বোন ,অনুপ্রিয়া দেব,শ্রীমতী কাকলী মন্ডল ও শ্রীমতী লক্ষী মন্ডল৷ উপস্থিত ছিলেন বর্ষিয়ান আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ হালদার, শ্রীআনন্দ মন্ডল ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷