এলোপ্যাথি চিকিৎসায় জ্বর, পেটের অসুখ যাই হোক না কেন কথায় কথায় এ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি রিলিফ দেওয়া হয়৷ কথায় কথায় বড়দের বা শিশুদের অসুখ-বেসুখেও এ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজোল গ্রুপের এ্যান্টি বায়োটিক ওষুধ ব্যবহার করা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত এই যথেচ্ছভাবে এ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেই ভারতে বছরে ৫৮ হাজার শিশুর মৃত্যু হয় বলে এক সমীক্ষায় জানা গেছে৷ সমীক্ষাটি করেছেন সিডিডিইপি (সেন্টার ফর ডিজিজ ডায়লমিক্স ইকোনমিক্স এ্যাণ্ড পলিসি)৷
এর কারণ হল কথায় কথায় এ্যান্টি বায়োটিক ব্যবহার করায় যে রোগের প্রতিরোধে এ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, একটা সময় পর ওই রোগ (জীবানু প্রতিরোধে ওই ওষুধ আর কাজ করে না৷ তখন ওই রোগ অপ্রতিরোধ্য হয়ে হয়ে দাঁড়ায়৷ তখন বাঁচার আর রাস্তা থাকে না৷
অনেক সময় এ্যান্টিবায়োটিকের প্রয়োগে রোগজীবাণু কিছুদিনের জন্যে ঝিমিয়ে যায়৷ কিছুদিন পরে আবার যখন ওই রোগ জীবাণু তাজা হয়ে উঠল, তখন হতে পারে ওই ওষুধেই আর কাজ করছে না৷ তখনই খুব বড় ধরণের বিপদের সম্ভাবনা থেকে যায়৷ বলা হচ্ছে বেশীরভাগ ক্ষেত্রে ওষুধের কোর্স শেষ না করলে এই বিপদের সম্ভাবনা খুবই বেশী৷