বাঙালী বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস শত বছর আগে বলে গিয়েছিলেন যে গাছেরও প্রাণ আছে, অনুভুতি আছে৷ এবার বিজ্ঞানীরা জানাল ব্যথা বেদনায় সাড়া দেয় গাছ৷ তারা ব্যথা পেলে আর্তনাদ করে৷ অবহেলায় কাঁদেও৷
ইজরায়েলের রাজধানী তেলআভিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবী অনুযায়ী ব্যথা পেলে বা অবহেলিত হলে নানারকম শব্দ করে তাদের অভিব্যক্তি প্রকাশ করে৷ এমনকি মানুষের কাছ থেকে অবহেলা পেলে কাঁদেও৷ মানুষ যেমন ব্যথা পেলে কাঁদে ঠিক তেমন এরকম হলে ১০-১২ বার আর্তনাদ করে৷ উচ্চ কম্পাঙ্কের এই শব্দ মানুষের কানে ধরা পড়ে না৷ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ব্যবহার করে গাছের কান্না শুণেছেন ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্ল্যান্ট সায়েন্স এ্যান্ড ফুড সিকিউরিটির বিজ্ঞানী লিলাচ হাদানি ও তার সহগবেষকরা৷ তাদের এই গুরুত্বপূর্ণ নিবন্ধ বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে৷
বিজ্ঞানীরা শব্দ প্রতিরোধী,এ্যাকুষ্টিক চেম্বারে পরীক্ষার উদ্দেশ্যে টমাটো,তামাক,গম, ভুট্টা আঙুর ও ক্যাকটাস গাছের কোনটির বেশী যত্ন নেন৷ কোনটির কম, আবার কোন গাছে জল, সার একেবারেই দেয়া হয়নি৷ কোন গাছের পাতা ছিঁড়ে নেওয়া হয়৷ কৃত্রিম বুদ্ধি মত্তা ব্যবহার করে শক্তিশালী মাইক্রোফোনে রেকর্ড করা হয় বিভিন্ন গাছেদের আবাজ৷ তাতে বিজ্ঞানীরা দেখেছেন যে সব গাছ অযত্নে ছিল সাহায্যের জন্য তারা একটানা আর্তনাদ করেছে৷ যত্ন না পাওয়া গাছের আর্তনাদ যত্ন পাওয়া সুস্থ গাছের চেয়ে একেবারেই আলাদা৷