গালভরা প্রচারই সার কুয়াশায় অস্বাভাবিক লেট ট্রেন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

শীতের সেই চেনাপরিচিত চিত্র ভারতীয় রেলের৷ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে আসছে ট্রেন চালকদের হাতে এ্যান্টি-ফগ ডিভাইস দেওয়া হয়েছে৷ এতে ঘন কুয়াশার মধ্যে ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ায় কোন অসুবিধা হবে না৷ যাত্রীরা ঠিক সময়ে নিজের নিজের স্থানে পৌঁছে যাবে৷ কিন্তু কুয়াশা পড়া শুরু হতেই ট্রেনের গতিও মন্থর হচ্ছে৷ দূরপাল্লার  ট্রেনগুলি আড়াই ঘন্টা থেকে পাঁচ সাত ঘন্টা পর্যন্ত লেট করছে৷ তাহলে রেলের আশ্বাস কি নিছকই প্রচার ছিল?

প্রশ্ণ উঠছে মধ্যবিত্তের ঘাড় ভেঙে আদায় করার করের টাকা কি তবে জলে যাচ্ছে? এত টাকা খরচ করে ট্রেন চালকদের হাতে এ্যান্টি-ফগ ডিভাইস তুলে দেওয়ার ফল কি হলো৷ ট্রেনতো সেই থমকে যাচ্ছে ঘন কুয়াশার মাঝে৷ রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে --- প্রকৃতির সঙ্গে লড়াই সম্ভব নয়৷ তবে ডিভাইস ব্যবহারে পরিস্থিতির উন্নতি হয়েছে৷