গত ১৭ই নভেম্বর উঃদিনাজপুর জেলার টুঙ্গি দিঘীতে গার্লস প্রাউটিষ্টদের পক্ষ থেকে নারী নির্যাতন, নারীর প্রতি অবিচার, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল গ্রামের পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে টুঙ্গি দিঘী বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ গার্লস প্রাউটিষ্টের শতাধিক কর্মী সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দনিরুক্তা আচার্যা অবধূতিকা আনন্দচিত্তব্রতা আচার্যা ও অবধূতিকা আনন্দ তৃপ্তিসুধা আচার্যা৷ বক্তারা বলেন আজকাল অনেক সংঘটন গুনীজন নারী-পুরুষ সমান অধিকারের কথা বলেন৷ কিন্তু বাস্তবে তার প্রতিফলন কমই হয়৷ কিন্তু প্রাউট প্রবক্তা যেমন তাঁর দর্শনে, সমাজশাস্ত্রে নারীপুরুষকে সমানাধিকার দিয়েছেন তেমনি সমস্ত প্রকার সামাজিক অনুষ্ঠানে তা প্রয়োগও করিয়েছেন৷ তাই একমাত্র প্রাউট দর্শনের বাস্তবায়নের মাধ্যমেই সমাজে পুরুষের পাশাপাশি নারীও সমমর্যাদা ও সমানাধিকারে প্রতিষ্ঠিত হবে৷