গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে মগরায় প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে মে হুগলী জেলার মগরা মিলচিতা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল৷ শিবিরে জেলার গার্লস প্রাউটিষ্টের সদস্যা ছাড়াও জেলার প্রাউটিষ্ট কর্মী ও বেশ কিছু সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন৷ গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিল্লী সেক্টরের সচিব অবধূতিকা আনন্দরূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দরত্নপ্রভা আচার্যা৷

আলোচনার শুরুতে বর্তমান সমাজে নারীর প্রতি যে অসাম্য বৈষম্য অত্যাচার অবিচার ও প্রাউটের দৃষ্টিতে তার সমাধানের পথ সে বিষয়ে আলোচনা করেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের হুগলীর ভুক্তি প্রধান কৌশিক সাঁতরা৷ তিনি বলেন পুরুষের পাশাপাশি সমাজের সর্ব বিষয়ে নারী জাতিকেও সম অধিকার  ও সমমর্যাদা দিয়েছেন প্রাউট প্রবক্তা পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার৷ এরপর আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি বর্তমান সমাজে মানুষের বিশেষ করে ছাত্র যুবসমাজের নৈতিক অবক্ষয় ধন বৈষম্য সামাজিক অবিচারের প্রসঙ্গগুলি তুলে ধরেন ও বলেন একমাত্র সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউটের পথেই সব সমস্যার  সমাধান সম্ভব৷ সমস্ত অনুষ্ঠানটির আয়োজন করেন বিশিষ্ট আনন্দমার্গী ও শিক্ষক শ্রী শান্তুনু বাগুই৷ তাঁকে সহযোগিতা করেন স্থানীয় ইয়ূনিটের কর্মী---মৌপিয়া ঘোষ, অন্বেষা মণ্ডল, মৌমিতা ধাড়া, রিমপা ওরাও, দীপ ঘোড়ুই, রিক্তম বাগুই প্রমুখ৷