৪৮ তলা বহুতলে তরতরিয়ে গা বেয়ে উঠে পড়লেন ৬০ বছরের ফ্রান্সের আলাইন রবার্টনামক এক বৃদ্ধ৷ নিজের ৬০ তম জন্মদিনটিকে এভাবেই রাখলেন স্মরণীয় করে৷ ফ্রান্সের বাসিন্দা আলাইন৷ গগনচুম্বী বহুতল বা যে কোনও উচু জায়গা বেয়ে ওঠাই তাঁর কাজ৷ এই কাজের জন্য অনেকে আলাইনকে ‘ফ্রেঞ্চ স্পাইডারম্যান’ বলেন৷ ৬০ বছর বয়সে কার্যত ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখালেন সেই আলাইন৷ ৬০তম জন্মদিনেই প্যারিসের ‘ত্যুর টোটাল’ নামক বহুতলটি বেয়ে উঠলেন অনায়াসে৷ বহুতলটি ৪৮তলা, উচ্চতা ১৮৭ মিটার৷ দড়ি বা অন্য কোনও রকম সুরক্ষা ছাড়াই তার মাথায় উঠেছেন আলাইন৷ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র দুটি হাত কাজে লাগিয়ে কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছেন৷ বহুতলের মাথায় চড়তে তাঁর সময় লেগেছে মাত্র এক ঘন্টা৷
এই প্রথম নয়, প্যারিসের ‘ত্যুর টোটাল’ বহুতলে এর আগেও অনেকবার চড়েছেন ফ্রান্সের স্পাইডার ম্যান৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন ‘‘অনেক বছর আগে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যে দিন আমার ৬০ বছর বয়স হবে, আমি বহুতলে আবার উঠব৷ কারণ ৬০ বছর অবসরের বয়স নির্দেশ করে৷ তাই ভেবেছিলাম, এটাই ঠিক সময় হবে৷’’ বহুতলে ওঠার পর উপর থেকে দু’হাত তুলে দাঁড়িয়েছিলেন আলাইন৷ নীচে সকলে তখন তাঁর কীর্তিকে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন৷ তিনি আরও বলেন ‘‘ তিনি বয়স নিয়ে সকলকে বার্র্ত দিতে চান৷ ৬০ বছর বয়স আসলে যে কিছুই নয় তাই বোঝাতে চান আলাইন৷ তাঁর মতে, এই বয়সেও চাইলেই খেলাধূলা করে নিজেকে তরতাজা রাখা যায়৷ ১৯৭০ সালে এই পেশার সঙ্গে যুক্ত হন আলাইন৷ বহুতলে ওঠার সময় তাঁর পরনে থাকে কেবল একটি লাল জাম্পশ্যুট, পাহাড়ে ওঠার উপযোগী জুতো, এক বোতল জল ও চর্কবর্তি একটি ব্যাগ৷ এই ব্যাগ ঘাম মোছার কাজে লাগে৷ যাতে ঘামের কারণে পা পিছলে না যায়, তাই এই ব্যবস্থা৷