সংবাদদাতা
পি.এন.এ.
সময়
চণ্ডীগড় মেয়র নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছিল৷ স্বয়ং রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল৷ এই নিয়ে বিরোধীপক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ গত ৫ই ফেব্রুয়ারী সুপ্রিমকোর্টে এই মামলার শুনানী ছিল৷ সুপ্রিম কোর্ট এইদিন মেয়র নির্বাচন নিয়ে কড়া প্রতিক্রিয়া দেয়৷ মেয়র নির্বাচনে ব্যালট পেপার নষ্ট করে দিয়েছিলেন স্বয়ং রিটার্নিং অফিসার৷
এদিন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় বলেন প্রিসাইডিং অফিসার যে ক্যামেরার দিকে ফেরার অপরাধীর মতো তাকিয়ে ব্যালট পেপার নষ্ট করেছে তা ভিডিওতে দেখা গেছে৷ প্রধান বিচারপতি বলেন এত গণতন্ত্রকে হত্যার করার সামিল, আমরা স্তম্ভিত! এটা কি একজন রিটার্নিং অফিসারের ব্যবহার৷ ওই অফিসারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি৷