গণতন্ত্রের দুর্দশা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নির্বাচনী যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দলের ক্যাডাররা পারস্পরিক সংঘর্ষে মেতে উঠেছে৷ আমরা ধরে নিতে পারি, পার্টির ওপরতলাকার নেতা-নেত্রীরা শিক্ষিত সমাজ সচেতন ও অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ সচেতন৷ এ অবস্থায় তাঁদের উচিত, নীচুতলার ক্যাডারদের শান্ত করা৷ কিন্তু বর্তমানে আমরা দেখছি, ওপরতলার নেতা-নেত্রীরা প্রত্যক্ষভাবে লড়াইয়ে অংশগ্রহণ করছেন৷ এক্ষেত্রে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের হুঙ্কার গণতন্ত্র সচেতন দেশের সাধারণ মানুষদের বিস্মিত করেছে৷ তিনি বলেছেন, ‘উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে নিয়ে এসে বাড়ী থেকে টেনে বের করে কুকুরের মত মারব৷ একজন উচ্চশিক্ষিতা প্রাক্তন আই.পি.এস. পুলিশ অফিসারের মুখে এই কথাই বুঝিয়ে দিচ্ছে বর্তমান গণতন্ত্র কোন্ পর্যায়ে এসে পৌঁচেছে৷