গণতন্ত্রের কলঙ্ক! নির্বাচনের পূর্বে বিপুল পরিমাণ কালোটাকা ও মদ আমদানি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কলকাতাঃ মুখে বিভিন্ন দলের নেতা-নেত্রীরা গণতন্ত্রের মহান্ আদর্শের জয়গান  গাইলেও  আসলে তলে তলে যে নগদ টাকা  ও মদের খেলা চলে  তা কারুর  অজানা নয়৷  বোটের  আগের দিন বহুপ্রার্থী বোটারদের  মধ্যে বস্তা বস্তা টাকা  বিলি করেন ও  দেদার মদ-মাংস খাইয়ে তাদের  বোট  হাতিয়ে নেন৷

 আগামী লোকসভা  নির্বাচনের  জন্যে ইতোমধ্যে বস্তা বস্তা কালো টাকা  মদ আমদানির ব্যবস্থা চলছে৷ গত ২৭শে  মার্চ নির্বাচন কমিশনের  অতিরিক্ত সিইও সঞ্জয় বসু জানিয়েছেন, কলকাতা  থেকে আয়কর দফতর সম্প্রতি ৯কোটি  ৭৪ লক্ষ ৫০ হাজার  টাকার  অবৈধ সোনা বাজেয়াপ্ত করেছে৷

কালোটাকা  উদ্ধারের পরিমাণ ১০কোটি  ৩৫ লক্ষ ৮৪ হাজার টাকা৷ এর সঙ্গে অবৈধভাবে আমদানী  করা ৪৮ হাজার ৭৪ লিটার  মদও  উদ্ধার  করা হয়েছে৷

নগদ টাকা  দিয়ে ও  মদ খাইয়ে  বোটারদের  প্রভাবিত করার চেষ্টা যে গণতন্ত্রের কলঙ্ক তাতে  কোনো  সন্দেহ নেই৷ পরিষ্কার বোঝা যায়, রাজনৈতিক মূল্যবোধকে  পায়ে  লুটিয়ে  বিভিন্ন  দল  যেন তেন প্রকারে  ক্ষমতা দখলের নেশায় মত্ত৷