গণতন্ত্রের মূলে কুঠারঘাত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সেন্টার ফর পলিসি রিসার্চ (সিপিআর) এর প্রেসিডেন্ট যামিনী আইয়ার একটি ব্রিটিশ সংবাদপত্রে এক প্রবন্ধে মোদি সরকারের সমালোচনা করে লেখেন সরকারের প্রবণতা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করছে৷ তিনি লেখেন লোকসভা নির্বাচনের মুখে দেশের উপর স্বৈরাচারের কালোছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ ব্যষ্টির ঔদ্ধত্য ক্রমশ প্রশাসনকে গ্রাস করছে৷ মোদির শাসনে বিরোধী দল, শিক্ষাবিদ, সংবাদমাধ্যম, সুশীল সমাজের স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব করা হচ্ছে৷ ওই প্রবন্ধে তিনি দাবী করেন নরেন্দ্র মোদির সরকার ব্যষ্টি পুজো ও হিন্দুত্ববাদী ভাবাবেগকে অধিক প্রশ্রয় দিচ্ছে৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের এই প্রবণতা গণতন্ত্রের মূলে কুঠারঘাত করবে৷

তাঁর প্রবন্ধ প্রকাশ হবার ক’দিন পরেই তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবার কথা ঘোষনা করেন৷ যদিও তিনি জানান---তাঁর গবেষণায় অধিক সময় দেবার জন্যেই তিনি পদত্যাগ করেছেন৷ কিন্তু প্রশ্ণ উঠছে সরকারের সমালোচনার পরেই কেন তাঁকে পদত্যাগ করতে হলো৷