সংবাদদাতা
গোবিন্দ বিশ্বাস
সময়
গত ৯ই মার্চ, উঃ২৪পরগণা জেলার গোবরডাঙ্গায় গবেষণা পরিষদের উদ্যোগে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল ‘এবারের নবজাগরণ কোন পথে৷’ উক্ত আলোচনাচক্রে সভাপতিত্ব করেন অধ্যাপক জ্যোতির্ময় গোস্বামী৷ আলোচনায় অংশগ্রহণ করেন দীপক কুমার দাঁ, ভাস্কর সুর, রাজীব মিশ্র প্রমুখ৷ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দীপঙ্কর দাঁ৷ বক্তাদের আলোচনায় উঠে আসে বিশ্বজুড়ে মানব সংহতির অবক্ষয় এক গভীর সংকটের আবর্তে পড়েছে৷ দুর্নীতি ছল চাতুরী রাজ্য দেশের সীমা অতিক্রম করে বিশ্বজুড়ে বিস্তার করেছে৷ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সমাজ কল্যাণমূলক কাজ চাকুরী বিভিন্ন ক্ষেত্র দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে৷