গত ১৬ই ফেব্রুয়ারী ঝাড়খণ্ডের গোড্ডা ডিটের তেলোলিয়ার বিশিষ্ট আনন্দমার্গী সুশীলা দেবীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্ অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন উপলক্ষ্যে স্থানীয় মার্গী দাদা দিদিরা সুশীলা দেবীর বাসগৃহে সমবেত হয়েছিলেন৷ সকলের মিলিত কীর্ত্তনের সুরমুর্চ্ছনায় এক স্বর্গীয় আনন্দঘন পরিবেশ তৈরী হয়েছিল৷ আচার্য সুধাময়ানন্দ অবধূত জানান---কীর্ত্তন ও মিলিত সাধনা শেষে উপস্থিত মার্গীদের নিয়ে গোড্ডায় আসন্ন ধর্ম সম্মেলন বিষয়ে আলোচনা হয়৷
গত ১৪ই ফেব্রুয়ারী গোড্ডা ডিটের ভাডডিহা গ্রামে তিনঘন্টা---সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনার দায়িত্বে ছিলেন গোড্ডাডিটের একনিষ্ট আনন্দমার্গী পরলোকগত বাবুলাল রোমানির পুত্রদ্বয় বিনোধ কুমার রোমানি ও ভানুপ্রতাপ রোমানি৷ কীর্ত্তন উপলক্ষ্যে সন্ন্যাসী-দাদা দিদি ও মার্গী দাদা-দিদিদের উপস্থিতিতে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল৷