গোড্ডায় ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ ও ১৩ই মার্চ ঝাড়খণ্ডের গোড্ডায় দুই দিনের ধর্মমহা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই  সম্মেলনে প্রত্যহ সকাল সন্ধ্যে মার্গগুরুদেবের প্রতিনিধি আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক বিষয়ের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ দু-দিনের এই সম্মেলন উপলক্ষ্যে ৪৮ ঘন্টা ‘অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোড্ডা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ প্রত্যহ সন্ধ্যায় সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য-গীত গীতিনাট্য পরিবেশন করে রেনেসাঁ আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ৷

দুদিনের এই সম্মেলনে উপস্থিত ভক্তমণ্ডলী আধ্যাত্মিক পরিমণ্ডলে থেকে নৈতিক জীবনযাপনে অনুপ্রাণিত হয়৷