সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বনগাঁ ঃ গত ১৮ ই নভেম্বর বনগাঁর সন্নিকটে গোপাল নগরে ‘‘ৰাৰা নাম কেবলম্’’ মহামন্ত্রের অখন্ডকীর্ত্তনের আয়োজন করা হয়৷ এই কীর্ত্তন পরিচালনা করেন আচার্য কল্যাণাত্মকানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা প্রমুখ৷ অখন্ড কীর্ত্তনের পর যথারীতি মিলিত সাধনা ও তার পর ‘ভক্তিতত্ত্ব ও কীর্ত্তনমাহাত্ম্যের’ ওপর বক্তব্য রাখেন আচার্য চিরাগতানন্দ অবধূত ও শ্রী বিকাশ বিশ্বাস৷ আচার্য চিরাগতানন্দজী বলেন, পরম পুরুষ কীর্ত্তনের বশ অর্থাৎ যেখানে ভক্তরা প্রাণভরে কীর্ত্তন করেন পরমপুরুষ সেখানে অবস্থান করতে বাধ্য হন৷ কীর্ত্তন যে করে ও শোণে তার যেমন উপকার হয় যে অশ্রদ্ধার সঙ্গেও কীর্ত্তন শোণে, কীর্ত্তণে তারও উপকার হয়৷