গ্রেপ্তার ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টদের শাস্তি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভারতীয় সময় রাত পৌনে বারটায় গ্রেপ্তার হয়েছেন৷ পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারিরীক সম্পর্কের পর তার মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ এই প্রথম কোন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন ও তার বিরুদ্ধে অপরাধমূলক ধারায় চার্জ ঘটন করা হয়েছে৷ ডিস্ট্রিক এ্যার্টনি অফিসে আত্মসমর্পণের আগেই ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়৷ যদিও তাকে হাত কড়া পরানো হয়নি৷ আমেরিকায় ফৌজদারী মামলায় অভিযুক্তদের যেভাবে মাগশট আর হাতের ছাপ নেওয়া হয়, সম্ভবত করা হয়নি তাও৷

এর আগে দুবার ইমপিচমেন্টের মুখে পড়েন ট্রাম্প৷ একবার ২০১৯এ আর একবার ২০২১-এ দুবারই মার্কিন কংগ্রেস বা আইনসভায় তিনি রেহাই পান৷

ডোনাল্ট ট্রাম্পের আগে আরও দুজন মার্কিন প্রেসিডেন্ট ইমপিচমেন্টের মুখোমুখি হন৷ তারা হলেন---১৮৬৮ সালে এ্যাণ্ডু জনসন ও ১৯৯৮ সালে বিল ক্লিনটন৷