গ্রেটার তিপ্রাল্যাণ্ডের প্রতিবাদে বাঙালী ছাত্র যুবসমাজ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ২৫শে জুন ত্রিপুরার বাঙালীদের জন্যে আরেকটি কালোদিনের সূচনা হল৷ ওইদিন এ.ডি.সির অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যাণ্ড বিল পাশ হয়৷ এই বিলের তীব্র প্রতিবাদ করে বাঙালী ছাত্রযুব সমাজের ত্রিপুরা রাজ্যসচিব বিপ্লব দাস বলেন--- এই বিল ত্রিপুরায় আবার অশান্তির আগুন জ্বালবে৷ এ.ডি.সি করে যেমন উপজাতিদের কোন উন্নতি হয়নি, তিপ্রাল্যাণ্ডেও হবে না৷ এতে জাতি-জনজাতির মধ্যে হিংসার পরিবেশ তৈরী হবে৷ ত্রিপুরায় বাঙালী জনগোষ্ঠীর সর্বনাশ হবে৷ তিনি বলেন ---এই বিল বাস্তবায়ন করে ত্রিপুরা বাসীর আর্থিক কোন লাভ হবে না৷ বরং জাতি উপজাতির মধ্যে সংঘর্ষ বাধবে৷ বাঙালী ছাত্রযুব সমাজ সর্বশক্তি দিয়ে এই বিল রুখবে৷