গ্রীষ্মের দাবদাহে জ্বলছে পশ্চিম

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অস্বাভাবিকভাবে গরম বাড়ছে পশ্চিমে৷ গ্রীষ্মের দাবদাহে জ্বলছে ইয়ূরোপ, আমেরিকা৷ আমেরিকার বিভিন্ন শহরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ কোন কোন শহরে ৫০ ডিগ্রির কাছাকাছিও চলে যাচ্ছে৷ তবুও কাজে বিরাম নেই৷ স্কুল কলেজেও খোলা৷ যা আমাদের দেশে কল্পনা করা যায় না৷ তবে রাস্তাঘাট ঠাণ্ডা রাখতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে আমেরিকা সরকার৷  রাস্তায় এমন একধরণের প্রলেপ দেওয়া হচ্ছে যাতে সূর্যের আলোর অনেকটাই প্রতিফলিত হয়ে যাবে৷ ফলে রাস্তাঘাটের তাপমাত্রা স্বাভাবিকের তাপমাত্রার চেয়ে প্রায় ১১ডিগ্রি কম থাকবে৷ চারপাশের তাপমাত্রাও অনেকটা কমে যাবে৷ এর ফলে রাতেও তাপমাত্রা কম থাকবে৷ কারণ রাস্তায় গরম কম হলে রাতে মাটি থেকে তাপ কম বেরোবে৷ ইতিমধ্যে লস এঞ্জেলেস, সাউথ ক্যারোলাইনায়  এই ধরণের প্রযুক্তির ব্যবহার হচ্ছে৷  প্রকৃতি বিদদের মতে জল হাওয়া পরিবর্তনের কারণে এই দাবদাহ৷ রাতের তাপমাত্রাও বাড়ছে৷ আমেরিকার পাশাপাশি ইয়ূরোপেও দাবাদহের আঁচ ছড়িয়ে পড়েছে৷ আল্পসের বরফও গলতে শুরু করেছে৷ কিছুদিন আগেই  আল্পসের একপ্রান্তে হিমবাহ ভেঙে পড়ে৷ স্বভাবতঃ গরমে  আল্পসের বরফ গলে৷ তবে এবছর অস্বাভাবিকভাবে বরফ গলছে৷