গত তিনমাসে ভারতে বেকারত্বের হার সর্বোচ্চ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করোনার সময়ে ভারতীয় অর্থনীতির হাল তলানীতে গিয়ে ঠেকেছিল৷ কোভিডের প্রভাব কাটিয়ে তা পুরোদমে চালু হয়ে গিয়েছে৷ ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ও এই মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা মজবুত বলে কেন্দ্রীয় সরকার দাবী করলেও ক্রমবর্ধমান বেকারত্ব সরকারের গলায় কাঁটায় মতো বিধি আছে৷ এই মূহূর্তে দেশের কর্মসংস্থানের পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়৷ উপদেষ্টা সংস্থা সি.এম.আই-এর পরিসংখ্যানে সেটা স্পষ্ট হবে৷ সেখানে দেখা গিয়েছে দেশে বেকারত্বের হার ৭.৮ শতাংশ৷ যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ৷ এর সঙ্গে গ্রাম ও শহরের ক্রমবর্ধমান বেকারত্ব দুশ্চিন্তা বাড়িয়েছে৷ গত তিনমাসে শহরে বেকারত্বের সংখ্যা ৮ শতাংশ ছাড়িয়েছে৷ সি.এম.আই-এর পরিসংখ্যান অনুসারে ভারতে গত ডিসেম্বরে বেকারত্বের হায় ৮.৩০ শতাংশ ছড়িয়ে গেছে৷

সি.এম.আই-র তথ্য অনুযায়ী সবচেয়ে বেশী বেকার হরিয়ানাতে---২৬.৪ শতাংশ সবচেয়ে কম উত্তরাখণ্ড ও ছত্রিশগড়ে---০.৮ শতাংশ, পশ্চিমবঙ্গে মার্চে এই হার ছিল---৪.৮ শতাংশ৷