সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২০০২ সালের দাঙ্গার সেই ঔদ্ধত্যপূর্ণ ছবির কথা আজও দেশের মানুষ ভোলেনি৷ এক হাতে লোহার রড, অন্যহাত মুষ্টিবদ্ধ,উর্দ্ধে তুলে ধরা, মাথায় গেরুয়া ফেট্টি-হিন্দুত্বের প্রতীক-অশোক পারমার৷ সেদিন নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বাইরে তেমন পরিচিতি ছিল না৷ গুজরাত দাঙ্গাই তাঁকে সারাদেশে পরিচয় করে দেয়৷ সেদিনের মুখ্যমন্ত্রী আজ দেশের প্রধানমন্ত্রী৷ পরিবর্তন হলো অশোর পারমারেরও---মানসিক পরিবর্তন-চিন্তাধারার পরিবর্তন৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে পারমার বলেন---২০০২ সালের গুজরাত দাঙ্গায় হিন্দু-মুসলিম কারোর কোন উপকার হয়নি৷ একমাত্র লাভবান হয়েছে নরেন্দ্র মোদি৷ তিনি গুজরাত মডেল প্রসঙ্গে বলেন--- এই মডেল হিন্দু-মুসলিম দলিত গরীব মানুষের কোন কাজে আসে না৷ ভারতের আসল পরিচয় হিন্দু-মুসলিম একসঙ্গে বাস করবে৷