গুজরাটে আজব আদালত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দুর্নীতির দুর্গন্ধে বাঙলায় থাকা যায় না৷ বাঙলা বিরোধী বাঙালীদের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়৷ কিন্তু ৭৭ বছরে স্বাধীন দেশের একমাত্র সৎ প্রধানমন্ত্রী মোদির রাজত্বেই একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে৷ আগেই ধরা পড়েছে নকল সরকারী অফিস, নকল হাসপাতাল, টোল প্লাজা৷ এবার মোদির রাজ্যে খোঁজ মিলেছে নকল আদালতের৷ এ-এক আজব ব্যাপার৷ গত পাঁচ বছর ধরে গুজরাটের গান্ধীনগরে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নকল আদালত খুলে বিচার চলতো৷ পুলিশ মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান নামে এক ব্যষ্টিকে গ্রেপ্তার করেছে৷ অভিযোগ এই স্যামুয়েলই নকল আদালত বসিয়ে বিচারের নামে প্রতারণা করতো মানুষের সঙ্গে৷ মূলত জমি সংক্রান্ত মামলাকে টার্গেট করতো স্যামুয়েল ও তার দলবল৷ আদালতের রেজিস্টার হার্দিক দেশাই এই আদালত জালিয়াতির ফর্দাফাঁস করে৷