গুজরাতের কচ্ছে ‘অজানা জ্বর’

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ক্রমাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত৷ তার মধ্যে নতুন বিপত্তি দেখা দিল কচ্ছ জেলার লাখপত তালুকে৷ সেখানে জ্বরে মৃত্যু হয়েছে ১২ জনের৷ তাঁদের মধ্যে রয়েছে চার শিশু৷ ওই শিশুদের সকলের বয়স ১২ বছরের কম৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া৷ জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে রোগীদের৷ স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি৷

পাকিস্তান সীমান্তের কাছেই রয়েছে এই লাখপত তালুক৷ কচ্ছের জেলাশাসক অমিত অরোরা জানিয়েছেন, ওই তালুকে ২২টি পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছে৷ জ্বরে আক্রান্তদের রক্ত, লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে৷ দেখা হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গি, সোয়াইন ফ্লু বা ক্রিমিয়ান-কঙ্গো জ্বর হয়েছে কি না! তাঁর কথায়, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিউমোনাইটিসে মৃত্যু হয়েছে আক্রান্তদের৷ ছোঁয়াচে কোনও রোগ বলে মনে হচ্ছে না৷’’

কচ্ছ জেলার পঞ্চায়েতের সদস্য মীনাবা জাডেজা গুজরাতের কংগ্রেস প্রধানকে একটি চিঠি দিয়েছেন৷ সেখানে দাবি করেছেন, ৩ থেকে ৯ সেপ্ঢেম্বর ১২ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের বয়স পাঁচ থেকে ৫০ বছর৷ লাখপতের প্রাক্তন সদস্য হুসেন রায়মা জানিয়েছেন, আক্রান্তদের প্রথমে লাখপত তালুকের ভার্মানগর টাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ সেখান থেকে ভুজের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের দাবি, আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রয়েছে৷ পঞ্চায়েত সদস্য মহম্মদ জং জাটের দাবি, চিকিৎসকেরা সঠিক ভাবে রোগের কারণ নির্ণয় করতে পারেননি৷