সংবাদদাতা
পি.এন.এ.
সময়
প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর রাজ্য গুজরাত সহ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও ওড়িশা প্রভৃতি রাজ্যগুলি প্রাকৃতিক দুর্র্যেগের মোকাবিলায় সমুদ্রের পাড়ে ম্যানগ্রোভ লাগাতে পশ্চিমবঙ্গের পরামর্শ চায়৷ আম্ফান, ইয়াস এর পর রাজ্য সরকারের উদ্যোগে সমুদ্রোপকুলবর্ত্তী এলাকায় ১৫কোটি ম্যানগ্রোভের চারা লাগানো হয়৷ মূলত ৯ প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হয়েছে---কালোবাইন, পেয়ারা বাইন, কাঁকড়া, বকুল কাঁকড়া, গর্জন, হর গোজা, ধানি, খলসি, টক কেওড়া প্রভৃতি৷ কেন্দ্রীয় বনমন্ত্রকের পর্যবেক্ষক দল গত মার্চে রাজ্যে এসে প্রশংসা করে যায় রাজ্যের এই উদ্যোগের৷