এবছর কলকাতা লিগ খেলবে তিনটি ফুটবল দল৷ ইতিমধ্যেই পঞ্চম ডিভিশনের খেলা শুরু হয়ে গিয়েছে৷ আগামী ২৫জুন থেকে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা৷
গত শুক্রবার ময়দানে তিন প্রধানের মাঠ ও গ্যালারি পরিদর্শন করেন রাজ্যের পূর্ত দফতর, সেনাবাহিনী ও কলকাতা পুলিশের আধিকারিকরা৷ সঙ্গে ছিলেন আইএফএ-র কর্তারাও৷ পূর্ত দফতর,সেনাবাহিনী ও পুলিশ সবুজ সঙ্কেত দিলেই তিন প্রধানের মাঠে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের ম্যাচ আয়োজন করতে আর বাধা নেই৷ গত ৩০শে মে প্রিমিয়ারের ডিভিশনের ক্রীড়াসূচী প্রকাশিত হয়েছে৷ সূত্র মাধ্যমে জানা গেছে , পূর্ত দফতরের অধীনে থাকা গ্যালারির সংস্কার প্রয়োজন৷ পাশাপাশি টিকিট কাউন্টারের ‘স্ট্রং রুম’-ও মেরামত করতে বলা হয়েছে৷ তবে মোহনবাগান মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সমস্যায় পড়েন তাঁরা৷ অভিযোগ, চিঠি দিয়ে আগে থেকে জানানো সত্ত্বেও মূল প্রবেশ দ্বার বন্ধ ছিল৷ ক্লাবের কোনও কর্তাও নাকি ছিলেন না৷ এই পরিস্থিতিতে পরিদর্শন অসম্পূর্ণ রেখেই তাঁরা মহমেডান মাঠে চলে যান৷ মোহন বাগান কর্ম সমিতির এককর্তা এক কর্তা বললেন, ‘‘আমাদের মূল প্রবেশদ্বার বিকেল চারটের আগে খোলা হয় না৷ তাছাড়া ওঁরা নির্ধারিত সময়ের আগেই চলে এসেছিলেন৷’’ যোগ করেন, ‘‘কর্তারা না থাকলেও মোহনবাগানের কর্মীরা তো ছিলেন৷ ওঁরা পূর্ণ সহযোগিতা করেছেন পরিদর্শকদের সঙ্গে৷’’ মহমেডান মাঠেও কিছু সংস্কারের প্রয়োজন৷