ডিসেম্বরের শুরুতেই ভারতের ঘরের মাঠে শুরু হতে চলেছে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ৷ তিন ম্যাচের একদিনের সিরিজের দল বেছে নিলেন জাতীয় নির্বাচকরা৷ এখনও চোট সারিয়ে উঠতে না পারায় দলে জায়গা পেলেন না হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত বুমরা ও নবদীপ সাইনি৷ তবে দলে এলেন দুই নবাগত৷ কেমন হল ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দল, দেখে নেওয়া যাক৷
বিরাট কোহালি (অধিনায়ক) ঃ বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট কোহালি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিন্তভাবেই পুরো সিরিজ খেলবেন৷
রোহিত শর্র্ম ঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হবে৷ এরকম খবরই ছড়িয়ে পড়েছিল দেশের ক্রিকেটমহলে৷ কারণ হিসেবে বলা হচ্ছিল, নাগাড়ে খেলে চলেছেন রোহিত৷ সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হবে৷ বৃহস্পতিবার অবশ্য রোহিতকে রেখে দিয়েই দল নির্বাচন করলেন নির্র্বচকরা৷
শিখর ধওয়ন ঃ এই সিরিজে খুব চাপে থাকবেন দিল্লির বাঁ-হাতি ওপেনার ৷ বিশ্বকাপের গোড়ায় চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে৷ বয়সও এগোচ্ছে ৩৪-এর দিকে৷ এখনও পর্যন্ত ১৩৩টি একদিনের ম্যাচে ৪৪.৫০ গড়ে ৫৫১৮ রান করেছেন শিখর৷ রয়েছে ১৭ সেঞ্চুরিও৷
লোকেশ রাহুল ঃ টেস্ট দল থেকে বাদ পড়েছেন৷ তবে ছোট ফর্ম্যাটের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খারাপ নয়৷ নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে নির্ণায়ক টি-টোয়েন্টিতে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি৷ ওয়ানডে সিরিজে সেই আত্মবিশ্বাস সঙ্গী হবে তাঁর৷ ২৩ ওয়ানডেতে ৩৯.১১ গড়ে ৭০৪ রান করেছেন তিনি৷
শ্রেয়স আইয়ার ঃ ইংল্যান্ডে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের আগে থেকেই চার নম্বরের খোঁজে ছিল ভারত৷ সেই টালবাহানা ভুগিয়েছিল বিশ্বকাপে৷ এই মুহূর্তে অবশ্য সেই দুশ্চিন্তা অনেকটাই কম৷ কারণ, শ্রেয়স আইয়ার ভরসা দিয়েছেন দারুণভাবে৷ দেখিয়েছেন, চার নম্বরে নেমে দলকে টানার ক্ষমতা তাঁর রয়েছে৷
মণীশ পাণ্ডে ঃ বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের সঙ্গে রয়েছেন৷ কিন্তু ৩০ বছর বয়সী নিজের জায়গা পাকা করতে পারেননি৷ তবে কিছু দিন আগেই ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত ১২৯ করেছেন তিনি৷ সেই আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজে তাঁর সঙ্গী হবে বলে মনে করা হচ্ছে৷
ঋষভ পন্থ ঃ আরও একবার সুযোগ পেলেন দিল্লির উইকেট কিপার৷ মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি হিসেবে একসময় চিহ্ণিত হচ্ছিলেন তিনি৷ কিন্তু ধারা বাহিকতার অভাব, উইকেট ছুড়ে দিয়ে আসার প্রবণতা, উইকেট কিপিংয়েও দুর্বলতা প্রভৃতি কারণে দলের আস্থা ক্রমশ কমছে তাঁর উপরে৷ তবু আরও একবার সুযোগ পেলেন তিনি৷
শিবম দুবে ঃ হার্দিক নেই৷ ফলে সুযোগ পেলেন মুম্বইয়ের আক্রমণাত্মক অলরাউন্ডার শিবম৷ এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটেছে তাঁর৷ তবে ব্যাট হাতে নিজেকে চেনাতে পারেননি৷ বরং বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি৷
এছাড়া কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব , দীপক চাহার, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার৷
এখন এটাই দেখার যে এদের কিভাবে সামলাবেন ক্যারিবিয়ানরা৷