বাঙলায় প্রবাদ আছে---‘‘ঘুঁটে পুড়ে গোবর হাসে৷’’ উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনতার পর থেকে বাঙালীর ওপর অত্যাচার চলছে বিদেশী অনুপ্রবেশকারী বলে৷ যদিও অসমের বৃহদংশ বাঙলার ভূখণ্ড৷ সেই সময় উত্তরপূর্বাঞ্চলের উপজাতিরা কেউই বাঙালীর পাশে দাঁড়ায়নি, বরং বাঙালী নিধনে খুশীই হতো৷ সেই গোবরদের এখন ঘুঁটের দশা৷ মনিপুর, মিজোরাম অসমে এখন উপজাতিদের মধ্যে সংঘর্ষ প্রাত্যহি্ক খবর৷
মনিপুরে মেইতাই-কুকি উপজাতি সংঘর্ষ চলছে প্রায় পঞ্চাশ দিন৷ এবার কুকি উপজাতির অভিযোগ ---মনিপুরসরকার মায়ানমারের অনুপ্রবেশকারী বলে তাদের অত্যাচার করছে৷ মনিপুর সরকারের অভিযোগ--- দাঙ্গা বিধবস্ত অঞ্চল ঘুরতে গিয়ে রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ও তাঁর দল মায়ানমার অনুপ্রবেশকারীদের গড়ে তোলা একটা আস্ত গ্রাম খুঁজে পেয়েছেন৷ ঘটনা যাই হোক বাঙালীদের পুড়তে দেখে এতদিন যারা হাঁসছিল এবার তাদের গায়েও ঘুঁটে পোড়ার তাপ লাগছে৷ উত্তরপূর্বাঞ্চলে এই জাতি বিদ্বেষের শেষ কোথায়?