স্থানীয় বিশিষ্ঠ আনন্দমার্গী প্রদীপ কুন্ডূ ও লাকি কুন্ডূর উদ্যোগে ঘূর্ণী আনন্দ নগর কলোনীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্য়ন্ত তিন ঘন্টা্ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র “বাবানাম কেবলম্” অখন্ড সঙ্কীর্ত্তন অনুষ্ঠিত হয়। প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন—আচার্য সেবাব্রতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, শ্রীকৌশিক সরকার, শ্রীমতী তৃণা পাল, অনুপ্রিয়া দেব, প্রিয়া সরকার প্রমুখ।অখন্ড কীর্ত্তনের পরে মিলিত সাধনা , গুরুপুজা হয়। স্বাধ্যায় করেন তৃণা পাল।কীর্ত্তন মহিমা নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত. ও আনন্দমার্গ ডবলু ডবলু ডি এর কেন্দ্রিয় সচিব অবধূতিকা আনন্দ বিশকা আচার্যা।তাঁরা বলেন ভক্তি সাধনার অপরিহায্য অঙ্গ হল কীর্ত্তন।কীর্ত্তন হলো সাধনা সহায়কম। আলোচনায় অংশ গ্রহন করেন প্রবীন আনন্দমার্গী গৌরাঙ্গ ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস। অভ্যর্থনায়---শ্রীনিত্যানন্দ পাল, প্রিয়াঙ্কা কুন্ডূ, আনন্দ বিশ্বাস প্রমুখ।২৫০ অধিক জনকে নিরামিশ প্রীতিভোজে আপ্যায়ীত করেন প্রদীপ কুন্ডূ ও লাকি কুন্ডূ।