হাবড়া ষ্টেশনে আমরা বাঙালীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রেলের সমস্ত কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবীতে ও স্থানীয় বেকার যুবকদের চাকুরীতে অগ্রাধিকারের দাবীতে হাবড়া ষ্টেশনে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ ষ্টেশনের বাইরে তারা পথসভাও করেন৷ তাদের মূল দাবী ছিল ষ্টেশনের সাইনবোর্ড ও রেলের টিকিটে ও অন্যান্য সব কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে ও স্থানীয় বেকার যুবকদের রেলের চাকুরীতে নিয়োগ করতে হবে৷

‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ জানান শহরাঞ্চল তো বটেই দূর গ্রামের রেলষ্টেশনে পর্যন্ত ভিন রাজ্যের বাসিন্দারাই চাকুরীরত৷ অথচ স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে৷ শ্রী দাশ জানান ষ্টেশনগুলোতে ঘোষকদের ঘোষণায় বিকৃত বাংলাই বুঝিয়ে দেয় এরা ভিন রাজ্য থেকে আমদানি হওয়া৷ শ্রী দাশ এর তীব্র প্রতিবাদ করে বলেন ১০০ শতাংশ স্থানীয় যুবক-যুবতীদের রেলের চাকুরীতে নিয়োগ বাধ্যতামূলক করতে হবে৷ পথসভায় বক্তব্য রাখেন জয়ন্ত দাশ, অরূপ মজুমদার, তপোময় বিশ্বাস, শ্যামল বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, বাপী পাল প্রমুখ৷ তাঁরা হাবড়া ষ্টেশন ম্যানেজারের হাতে বিভিন্ন দাবীদাওয়ার সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন৷