হাওড়া জেলায় দধিচী দিবস স্মরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই  মার্চ আনন্দমার্গ প্রচারক সংঘের  হাওড়া জেলা শাখার প্রধান আশ্রম রাণীহাটী ও জেলার বিভিন্ন ইয়ূনিটে শ্রদ্ধার সঙ্গে  দধিচী দিবস পালন করা হয়৷ রানীহাটিতে  এই দিন প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও সাধনার পর ১৯৬৭ সালের ৫ই মার্চ  আনন্দনগরে কম্যুনিষ্ট গুণ্ডাদের আক্রমণে ৫ জন সন্ন্যাসী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে ও দধিচী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও মহাব্রত দেব৷